হাতিয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম ১ম বর্ষের নবপাঠদান অনুষ্ঠান ও দাখিল কৃতি শিক্ষার্থী(A+প্রাপ্ত) সংবর্ধনার আয়োজন করেন, মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ
হাতিয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম ১ম বর্ষের নবপাঠদান অনুষ্ঠান ও দাখিল কৃতি শিক্ষার্থী(A+প্রাপ্ত) সংবর্ধনার আয়োজন করেন; মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ
নোয়াখালী হাতিয়ার সুনামধন্য একমাত্র বিদ্যাপিট হাতিয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা। শতো শতো ছাত্র ছাত্রী এই মাদ্রাসায় নতুন করে ভর্তি হয়ে ভালো রেজাল্ট অর্জন করেন। নতুন দের আগমন উপলক্ষে মাদ্রাসা মুখরিত হয়ে উঠে। মাদ্রাসার নুতন ছাত্রছাত্রীদের মধ্যে আলিম ১ম প্রথম বর্ষের নবপাঠদান অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে যারা দাখিল পরিক্ষায় এ প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।
জানা যায় মাদ্রাসা অঙ্গনে এমন সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করে থাকেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ। অতিথিরা জানান, এটা একটা ভালো উদ্দ্যেগ। এর ফলে ছাত্রছাত্রীরা পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে উঠবে। ছোট ছোট পাওয়া তাদেরকে উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথি গণ এ প্লাস পাওয়া শিক্ষার্থীদের হাতে স্মারক সন্মাননা তুলে দেন।
এবং শুরু করেন আলিম ১ম বর্ষের নবপাঠদান
No comments
Connected Us Everyone