অপরূপ সৌন্দর্য্যে ভরা প্রাকৃতিক লীলাভূমি "হাতিয়া কমলা দিঘি পর্যটন কেন্দ্র"
অপরূপ সৌন্দর্য্যে ভরা প্রাকৃতিক লীলাভূমি "হাতিয়া কমলা দিঘি পর্যটন কেন্দ্র"
নোয়াখালী জেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ হাতিয়া উপজেলা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এই হাতিয়া দ্বীপে।হাতিয়ার অন্যতম একটি দর্শনীয় স্থান কমলা দিঘি পর্যটন কেন্দ্র। উপজেলা সদর ওছখালী থেকে জায়গাটি বেশি দূরে নয়। যেকেউ চাইলেই হোন্ডা অথবা অটো রিকশা দিয়ে সহজেই চলে যেতে পারে কমলা দিঘি পর্যটন কেন্দ্রে।
কমলা দিঘি পর্যটন কেন্দ্রের পাশে বয়ে গেছে মেঘনা নদী। সারী সারী কেওড়া গাছের মাঝখানে রয়েছে বিশাল বিস্তীর্ণ একটা দিঘি। একারণেই জায়গাটি কমলা দিঘি নামে পরিচিত। কমলা দিঘির চারপাশের প্রকৃতিক সৌন্দর্য এতোটাই মনোরম, যা ভ্রমণ পিপাসুদের কেন্দ্রবিন্দুর মনিকোঠায় আগলে রাখবে।বিশাল বাগানের পাশের মেঘনা নদী এতোটাই নিরব যা কমলা দিঘি পর্যটন কেন্দ্রকে আরো মুখরিত করে তুলছে।
স্থানীয় লোকজন জানায়, বর্ষার মৌসুমে দর্শনার্থীদের ভিড় কম থাকে।তবে শীতে প্রতিদিনই শতো শতো দর্শনার্থীদের ভিড় বাড়ে।বর্ষার মৌসুমে অনেকে কাঁদার কারণে আসতে চায় না। এখানে বিশাল মাঠ থাকার কারণে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা ফুটবল খেলতে আসে বর্ষার মৌসুমে।তাছাড়া বর্ষাকালে বাগানে একটু পানি থাকে।তবে শীতকালে থাকে না। শীতে অনেকে পুরো বাগান ঘুরে বেড়ায়।অনেকে শীতের মৌসুমে নদীর ধারে ঘুরে বেড়ায়।
কমলা দিঘি পর্যটন কেন্দ্রে থাকার জন্য নেই কোনো হোটেলের ব্যাবস্থা।তবে কমলা দিঘি থেকে একটু উপরে দিকে উঠলেই স্হানীয় বাজারগুলোতে পেয়ে যাবেন আবাসিক হোটেল। দিঘির পাড়ে সবসময় দোকান খোলা পাবেন।তাছাড়া শীতের মৌসুমে বীচের কিনারাই অসংখ্য দোকানের মিলন মিলে।চাইলেই হাতের কাছে পেয়ে যাবেন রুচিসম্মত খাওয়া দাওয়া।তবে দাম টা একটু বেশি হতে পারে।
কিছু উদ্যোগ নেওয়া হলে হাতিয়ার এই কমলা দিঘি হয়ে উঠবে বাংলাদেশের সবচেয়ে পরিচিত পর্যটন কেন্দ্র।
No comments
Connected Us Everyone