আধুনিকতায় ছোঁয়ায় - হাতিয়া ইভেন্ট ম্যানেজম্যান্ট
আধুনিকতায় ছোঁয়ায় - হাতিয়া ইভেন্ট ম্যানেজম্যান্ট
খালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া ভূখণ্ড ইতিহাস ও ঐতিহ্যে অনেকখানি এগিয়ে থাকলেও; পিছিয়ে রয়েছে সংস্কৃতিতে। হাতিয়া দ্বীপটি বিচ্ছিন্ন হওয়ায় অনেক নান্দনিক সংস্কৃতি থেকে বঞ্চিত হাতিয়ার মানুষ। এবার মানুষের মনের আকাঙ্খা এবং রুচির বিকাশ ঘটাতে কাজ করছে -হাতিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট। আধুনিকতার ছোঁয়ায় হাতিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট হাতিয়ার মেইন সড়কে, বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হরেন্দ্র মার্কেটে অবস্থিত। এখানে গায়ে হলুদ, বিয়ে, হানিমুন,বার্থডে,ফটোগ্রাফি, ট্রাভেল ইভেন্ট, সিনেমাটোগ্রাফিসহ সকল ইভেন্ট এর কাজ করা হয়। হাতিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট পরিচালনা করছেন, দ্বীপ হাতিয়ার কৃতিসন্তান মোঃ শরীফ খান। জানা যায়, তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ থেকে পড়ালেখা করে, হাতিয়ার বাহিরে গিয়ে ইভেন্ট এর কাজ চর্চা করেন।এক পর্যায়ে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় সফলতার সাথে ইভেন্ট এর কাজ পরিচালনা করতেন।
এতো এতো কাজ থাকতে, তিনি কেনো ইভেন্ট এর কাজ ক্যারিয়ার হিসেবে নিয়েছিলেন?
হাতিয়া নিউ চ্যানেল এর প্রশ্নে তিনি জানান, আমি হাতিয়ার ছেলে, ছোটোবেলা থেকে এ কাজের প্রতি আমার আগ্রহ রয়েছে। ইভেন্ট কাজটা পছন্দের হওয়ার কারণে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি।
হাতিয়ার বাহিরে বিভিন্ন জায়গায় ইভেন্ট এর কাজ করেন শরীফ খান। তবে হাতিয়াকে নিয়ে তিনি ভাবেন, তাই বাহিরে কাজ বাদ দিয়ে তিনি হাতিয়াতে কাজ করা শুরু করেছেন।
বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার সংস্কৃতি এবং রুচির পরিবর্তন করবে শরীফ খান। অর্ডার পেলে তিনি হাতিয়ার যেকোনো জায়গায় আটিস্ট নিয়ে কাজ করেন।সোস্যাল মিডিয়ায় তার পেইজের নান্দনিক ইভেন্ট এর কাজের সৌন্দর্য দেখে মুগ্ধ হন তরুণ প্রজন্ম। জীবনের রঙিন সৃতিগুলো ফ্রেমে আকড়ে রাখতে যোগাযোগ করুন হরেন্দ্র মার্কেট এর শরীফ খান এর সাথে। আগামীর হাতিয়ার মানুষের রুচির পরিবর্তন এবং আধুনিকতা আনবেন "হাতিয়া ইভেন্ট ম্যানেজম্যান্ট।
All Rights Reserved By
The Hatia New ®
No comments
Connected Us Everyone