নিঝুমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্যসেবায় বাবুল’স হেলথকেয়ার সেন্টার

 নিঝুমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্যসেবায় বাবুল’স হেলথকেয়ার সেন্টার

জাকের শাহীন 

হাতিয়া নিউ, নিঝুমদ্বীপ


নিঝুমদ্বীপ একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে পিছিয়ে রয়েছে নিঝুমদ্বীপের মানুষ , নিঝুমদ্বীপের স্বাস্থ্যসেবায় কমপক্ষে একজন করে শিশু , মেডিসিন , গাইনী কনসালটেন্ট থাকার প্রয়োজন হলেও ভৌগলিক অবস্থানগত কারণে তা আদো সম্ভব নয়।এই দ্বীপের মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সঠিক জ্ঞান না থাকার কারণে নানান স্বাস্থ্য সমস্যায় ভুগছেন মানুষজন। এমন পরিস্থিতিতে নিঝুমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার উদ্দ্যেগ নেন, নিঝুমদ্বীপের কৃতি সন্তান ডাঃ মো আইয়ুব আলী। তিনি নিঝুমদ্বীপের বন্দরটিলা বাজারে প্রতিষ্ঠিত করেন বাবুল’স হেলথকেয়ার সেন্টার। এখানে নিঝুমদ্বীপের মানুষের সঠিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। নিঝুমদ্বীপের মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না; বাবুল’স হেলথকেয়ার সেন্টার হওয়ার পর নিঝুমদ্বীপের মানুষের চিকিৎসার ভরসা হয়েছে। নিঝুমদ্বীপের মেইনরোড বন্দরটিলা বাজারে বাবুল’স হেলথকেয়ার সেন্টার এর পাশাপাশি রয়েছে মা ফার্মেসি।

নিঝুমদ্বীপ বাবুল’স হেলথকেয়ার সেন্টার এর ডাঃ আইয়ুব আলী জানান, আমি নিঝুমদ্বীপেরই ছেলে। ছোট বেলার থেকে দ্বীপের মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে আমি অনেক ভেবেছি।আমি জানি, নিঝুমদ্বীপের মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছে না। বর্তমানে আমি চাইলে হাতিয়ার বাহিরে কাজ করতে পারি। কিন্তু নিজ মাতৃভূমির প্রতি টান এবং মানুষের সেবার জন্যই বিচ্ছিন্ন নিঝুমদ্বীপে বাবুল’স হেলথকেয়ার সেন্টার চালু করি।


জানা যায়, বাবুল’স হেলথকেয়ার সেন্টার এর ডাঃ মো আইয়ুব আলী গত কয়েকবছর ধরেই নিঝুমদ্বীপ তারুণ্য সংঘ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করছেন। তার মানবিক সংঘটন এর উদ্দ্যেগে নিঝুমদ্বীপের মানুষের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সফলভাবে সম্পূর্ণ করতেন।

নোয়াখালীর সেরা পর্যটন কেন্দ্র হিসেবে নিঝুমদ্বীপে চিকিৎসা অনেকখানি পিছিয়ে রয়েছে। বাহিরের কোনো দর্শনার্থী ভ্রমণে অসুস্থ হয়ে গেলেও প্রাথমিক চিকিৎসার দেওয়ার মতো ডাক্তার পেতো না। বর্তমানে ঘুরতে আসা পর্যটকদের বাবুল’স হেলথকেয়ার সেন্টার দিচ্ছে অত্যাধুনিক সঠিক স্বাস্থ্য সেবা।

All Rights On
The Hatia New 

No comments

Connected Us Everyone

Powered by Blogger.