ডিগ্রীধারী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন পাওয়া হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক বেকার।

 

ডিগ্রীধারী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন পাওয়া হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক বেকার।


আইয়ুব আলী
হাতিয়া নিউ 

হাজার হাজার ম্যাটস শিক্ষর্থীদের প্রশ্ন 
আমরা কোন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কথা বলতেছি?যেখানে আমার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে যেখানে তৈরি হচ্ছে হাজার হাজার বেকার।যেখানে আমার বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালিকে একটি উন্নত, সমৃদ্ধ মর্যাদাশীল জাতি হিসাবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার।
সেখানে শিক্ষার মতো মৌলিক অধিকার নিয়ে ম্যাটস শিক্ষর্থীরা কেন রাস্তায়? 

কি আজব স্বাস্থ্য ব্যবস্থা!!!
দেশে ১৩৭০৭ টি কমিউনিটি ক্লিনিক এবং প্রায় ৪৫০০ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকা সত্ত্বেও গ্রামাঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর উদ্যোগে প্রতিষ্ঠিত ম্যাটস থেকে তিন বছর একাডেমিক এবং একবছর ইন্টার্নী শেষে Diploma in Medical Faculty(D.M.F) ডিগ্রীধারী বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রেশন পাওয়া হাজার হাজার ডিপ্লোমা চিকিৎসক বেকার।
অথচ ননমেডিকেল / এইচএসসি পাশ লোক দিয়ে চালানো হয় কমিউনিটি ক্লিনিক!! স্বাস্থ্য সেবার নামে সাধারণ জনগণকে দেওয়া হয় ধোঁকা!! বঞ্চিত করা হয় সঠিক চিকিৎসা সেবা থেকে।

এছাড়াও ম্যাটস শিক্ষর্থীদের নেই কোন সঠিক কারিকুলাম ,নেই কোন উচ্চশিক্ষার সুযোগ!!

আমরা বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী ম্যাটস শিক্ষর্থীদের উচ্চশিক্ষা ও নিয়োগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। 

No comments

Connected Us Everyone

Powered by Blogger.