হাতিয়া ওছখালী শহরে ব্যাপক যানযট; ভোগান্তিতে মানুষজন

হাতিয়া ওছখালী শহরে ব্যাপক যানযট; ভোগান্তিতে মানুষজন 

প্রিন্ট নিউজঃ
হাতিয়া নোয়াখালী
২৩ অক্টোবর ২০২৩ খ্রি: 
প্রকাশনা - ১১:৩০(সকাল)


জাকের শাহীন 
হাতিয়া নিউ 

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার ওছখালীতে প্রতিনিয়তই বাধে যানজট।যানজট কথাটি ঢাকার শহরের নিত্যদিনের অবস্থা হলেও; হাতিয়ার ওছখালী শহরেও এর কমতি নেই। ব্যাপারটি কাল্পনিক হলেও; ভুক্তভোগীদের জন্য বাস্তব। মূলত রাস্তা ছোট হওয়াতে যানজট বাঁধে।তাছাড়া রাস্তার পাশে নেই কোনো পথচারী হাটার ফুটপাত। ফলে পথচারীরা রাস্তার মধ্যে হাটতে হয়।



এদিকে রাস্তার মাঝে স্টান্ড হিসেবে সিএনজি,হোন্ডা,অটো রিকশা দাঁড়িয়ে থাকাতে জ্যাম আরো প্রচুর বাড়ে। সকাল দুপুর এই দুই সময়ে জ্যাম বেশি বাঁধে। এসময়ে স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভিড় রাস্তায় লক্ষ করা যায়।স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্কুল,কলেজ থেকে স্টাপ বাস সার্ভিস চালু থাকলে এর লাগব কিছুটা মিটবে।ওছখালী শহরে কয়েকটি মার্কেট থাকার কারণে,এবং রাস্তা চওড়া না হওয়াতে এই দূর্ভোগের স্বীকার সাধারণ মানুষ।হাতিয়ার সকল প্রান্ত থেকে ওছখালী শহরে মানুষজন এসে থাকে।তাছাড়া কিছু কিছু গাড়ির ড্রাইভার নতুন হওয়াতে অসতর্ক ভাবে গাড়ি কন্টোল করে। যার কারণে জ্যাম লেগে থাকে।ওছখালী মেইন রোড় হওয়াতে, এই রোড দিয়ে নলচিরা ঘাট এবং তমরদ্দী ঘাট থেকে প্রতিনিয়ত গাড়ি ভর্তি মালামাল হাতিয়ার বিভিন্ন এলাকায় যায়। এদিকে জ্যামের ভিতরে পড়ে থাকে ফায়ার সার্ভিস,এবং এম্বুলেন্স। যার ফলে জরুরি মুহূর্তে জনজীবনে ক্ষতির স্বীকার সাধারণ মানুষ। 


হাতিয়ার ভিতরের রাস্তাগুলো কাঁচা এবং ভাঙ্গা হওয়ার কারণে চালকদের একমাত্র ভরসা স্থল ওছখালী মেইন রোড়। ভিতরের রাস্তাগুলো ভালো থাকলে চালকরা ভিতরেরে রাস্তাগুলোতে চলাচল করবে, তখনই ভিড় কমবে ওছখালী মেইন রোড।

উক্ত যানজট কমাতে ওছখালী মোড়ে কয়েকজন ট্রাফিক পুলিশ মোতায়ন করলে যানজট কমে আসবে। ট্রাফিক পুলিশ থাকলে মানুষ আজোড়ে অন্যায় করতে পারবে না।তাছাড়া রাস্তা একটু প্রশস্ত করে পথচারী হাটার জন্য ফুটপাতের ব্যবস্থা করলে করলে আর তেমন অসুবিধা হবে না।যদি ওছখালী জিরো পয়েন্টে একটা ওভার ব্রিজ নির্মাণ করা যায়; তাহলে দূর হবে হাতিয়া ওছখালীর দুর্ভোগ; এবং হাতিয়ার রাজধানী হয়ে উঠবে ওছখালী। 



More+ 
Facebook | Youtube | Toffee 
All Reserved by The Hatia New 



 

No comments

Connected Us Everyone

Powered by Blogger.